অভিনব ‘দুয়ারে সরকার’ শিবির জলপাইগুড়িতে

author-image
New Update
অভিনব ‘দুয়ারে সরকার’ শিবির জলপাইগুড়িতে

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি-২ নং গ্রামপঞ্চায়েতের কাঞ্চনবাড়ি এলাকায় 'দুয়ারে সরকার' শিবিরের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ব্লক প্রশাসন। জানা গিয়েছে এই শিবিরে বিভিন্ন ক্যাম্পের পাশাপাশি পানীয় জল, বয়স্কদের বিশ্রামাগার এবং জেরক্স মেশিন পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়। পাশাপাশি মাতৃদুগ্ধ পান করানোর ক্যাম্প এবং চায়ের ক্যাম্পও করা হয়। প্রশাসন সূত্রের পাওয়া খবর প্রথমে আমাইদিঘীতে এই শিবির করার পরিকল্পনা নেওয়া হলেও জায়গার অভাবে স্থান পরিবর্তন করে কাঞ্চনবাড়ি এলাকায় করা হয়। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।