New Update
/anm-bengali/media/post_banners/828L5gU324Lj7coE52Q9.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:বেঙ্গালুরু থেকে নিখোঁজ হওয়া ট্রাক উদ্ধার হল শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা থেকে। জানা গিয়েছে বেঙ্গালুরুর এক বেসরকারি সংস্থা থেকে সিগারেট বোঝাই ট্রাক ভূবেনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ট্রাকটি সঠিক সময়ে গন্তব্যস্থলে না-পৌঁছালে সন্দেহ হয় কর্তৃপক্ষের। এরপর থানায় অভিযোগ জানালে শুরু হয় ট্রাকটির তল্লাশি। শেষপর্যন্ত ফুলবাড়ি এলাকা থেকে উদ্ধার করাহয় ট্রাকটিকে। ট্রাক উদ্ধার করলেও সিগারেট উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশ গাড়ির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us