New Update
/anm-bengali/media/post_banners/o1uRflNZ2b2Ah2mAzdpJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজনাথ, নীতিন গডকরিকে নিয়ে জরুরি অবতরণ বিমানের! শুনে চমকে গেলেন তো? তাহলে বিষয়টা খুলে বলাই যাক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করীকে নিয়ে জরুরি অবতরণের মক ড্রিলিং করবে ভারতীয় বিমান বাহিনীর বিমান। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই রাজস্থানের বারমারের একটি জাতীয় সড়কে এই জরুরি অবতরণ করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us