পুজোর মুখে আলিপুরদুয়ার শহরে চরম সংকটে পোশাক বিক্রেতারা

author-image
New Update
পুজোর মুখে আলিপুরদুয়ার শহরে চরম সংকটে পোশাক বিক্রেতারা

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: পুজোর মুখে আলিপুরদুয়ার শহরে চরম সংকটে পোশাক বিক্রেতারা। গত বছরও করোনার প্রকোপ সামলাতে হয়েছিল। এবারও সেই ধারা অব্যাহত। অন্যদিকে, মরার উপর খাঁড়ার ঘায়ের মতো অনলাইন ব্যবসার রমরমা। স্বাভাবিক ভাবেই কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। লাভের আশায় চাতক পাখির মতো চেয়ে রয়েছে প্রত্যেক কাপড় ব্যাবসায়ী।  মূলত চা বাগান এবং গ্রামাঞ্চল থেকে আসা ক্রেতাদের উপরেই নির্ভর করে আলিপুরদুয়ারের বস্ত্র ব্যবসায়ীরা। গোটা বছর ব্যবসা করলেও পুজোর আগের হাটগুলি ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় সম্বল। গতবছর করোনার দাপটে বহুদিন হাট বাজার বন্ধ ছিল।এবারও সেই একই পরিস্থিতি। তবে চা বাগান, গ্রামাঞ্চল সহ প্রত্যন্ত এলাকাগুলিতে অনলাইনের ব্যবসার রমরমার ফলে কাপড়ের ব্যবসা চরম সংকটে। বস্ত্র ব্যাবসায়ী নির্মল সাহা বলেন,   “অনলাইন ব্যবসা আমাদের সংকট চরমে তুলেছে। এখন চা বাগানের অনেক ক্রেতারাই অনলাইনে কেনাকাটায় ঝুঁকেছেন। ধার কিভাবে শোধ করব তাই ভেবে কুল পাচ্ছি না।