​নিজস্ব সংবাদদাতাঃ স্নাতক স্তরের ফল অসম্পূর্ণ থাকায়, কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ। অভিযোগ, প্রায় ৫-৬ হাজার পড়ুয়ার ফাস্ট সেমেস্টার, ফোর্থ সেমেস্টারের ফল এখনও অসম্পূর্ণ রয়েছে। এদিকে, ১৫ই সেপ্টেম্বর স্নাতকোত্তরে ভর্তির শেষ দিন। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা।