New Update
/anm-bengali/media/post_banners/g4pmqjCSPYCJ1I4vYquF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার পঞ্জশিরে উড়ল তালিবানি পতাকা। তালিবানদের দাবি, পঞ্জশির তাঁরা সম্পূর্ণভাবে দখল করেছে। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, 'শূন্যে গুলি চালিয়ে বিজয় উৎসব নয়। অন্যভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হবে।' এদিকে নর্দার্ন অ্যালায়েন্সের দাবি, তালিবানদের পঞ্জশির দখলের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us