/anm-bengali/media/post_banners/0JzgFXV8F2UyusCLgzXE.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ সাতসকালে চাষীরা কৃষি জমি দেখতে গিয়ে চমকে উঠেন। চারধারে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল,পাশে পড়ে এক ব্যাক্তির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌর এলাকায়।সকালে ক্ষীরপাই পৌর এলাকার কৃষকরা চাষের কাজে বেরিয়ে দেখে ৫ নং ওয়ার্ড বালির মাঠের রাস্তায় একটি মৃতদেহ পড়ে আছে। স্থানীয়রা জানান, মৃতের বাড়ি ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাঁতরা বাগানে। মৃতের নাম উত্তম দাস( ৪৮)।খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কী কারণে মৃত্যু তা ময়নাতদন্তের পরই বলা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের তরফে খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারে। মৃতদেহের আশেপাশে পড়েছিল এক জোড়া জুতো,মদের বোতল ও খাবারের খালি প্যাকেট। যদিও দেহে আঘাতের তেমন কোনও চিহ্ন নেই বলে পুলিশ সূত্রে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us