আজ কৌশিকী অমাবস্যা, মহাযজ্ঞের প্রস্তুতি তারাপীঠে

author-image
Harmeet
New Update
আজ কৌশিকী অমাবস্যা, মহাযজ্ঞের প্রস্তুতি তারাপীঠে

​নিজস্ব সংবাদদাতাঃ  আজ কৌশিকী অমাবস্যা। কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাক্ষ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড় উপছে পড়ে। দূর দূরান্ত থেকে আসেন সাধু-সন্ন্যাসীরা। তবে করোনা আবহে দু’বছর ধরে পরিচিত ভিড় উধাও। করোনা আবহে এবারও তারাপীঠে ভক্তদের প্রবেশ নিষেধ। মন্দিরে ঢোকার মুখে রয়েছে পুলিশের ব্যারিকেড। আজ রাতে মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেবায়েতরা এতে অংশ নেবেন।