প্রধানমন্ত্রীকে খুনের হুমকি!

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রীকে খুনের হুমকি!


নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিল এক যুবক। গতকাল রাতে এক যুবক পুলিশকে ফোন করে বলে "আমি মোদীকে খুন করতে চাই"। দিল্লি পুলিশ এমনটাই জানিয়েছে। জানা গিয়েছে, সলমন নামের এক যুবক, সদ্য জামিনে মুক্তি পায়। সে জেল থেকে বেরিয়েই পুলিশকে ফোন করে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করবো, যদি না আমাকে ফের জেলে পাঠায়। কারণ আমি জেলেই থাকতে চাই। যদিও তারপরই তত্পরতার সঙ্গে দিল্লির খাজুরি খাস থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।