/anm-bengali/media/post_banners/9NlhHFftBo43txzDGxmk.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি : জলপাইগুড়ি রাজগঞ্জের বোদাগঞ্জ এলাকার বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে উদ্ধার হল একটি হাতির মৃতদেহ। জঙ্গলের মধ্যে নতুন তৈরি ছোট গর্তের ভেতরে হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত্যুর কারণ জানতে হাতির দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের বোদাগঞ্জ এলাকার মেচপাড়ার কয়েকজন জঙ্গলে গোরু চড়াতে যান। তাঁরা জঙ্গলের মধ্যে একটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বেলাকোবা রেঞ্জ ও বোদাগঞ্জ অফিসের বনাধিকারিকরা। হাতিটির মৃত্যুর কারণ খতিয়ে দেখার চেষ্টা করছেন তাঁরা।বেলাকোবার রেঞ্জ সূত্রের খবর জঙ্গলের ভিতর থেকে আনুমানিক ৩-৪ বছরের একটি পুরুষ হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা এরপর খবর পেয়ে উদ্ধার করা হয়েছে মৃত হাতিটিকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসুস্থতার কারণেও হাতিটির মৃত্যু হতেপারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us