প্রবল জল সংকটের সম্মুখীন শিলিগুড়িবাসী

author-image
Harmeet
New Update
প্রবল জল সংকটের সম্মুখীন শিলিগুড়িবাসী

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: দীর্ঘদিন ধরেই পানীয় জল পরিষেবা বিঘ্নিত রয়েছে শিলিগুড়ি শহরে। এর জেরে রীতিমতো ক্ষুব্ধ শহরবাসী। জলের সমস্যা মেটাতে এবার তৎপর হলেন শিলিগুড়ির পৌরনিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব। এদিন তিনি পুরনিগমের প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য অলোক চক্রবর্তী এবং রঞ্জন সরকারকে সঙ্গে নিয়ে ফুলবাড়ির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। শীঘ্রই জল নিয়ে সমস্য়ার সমাধান হবে বলেও আশ্বাস দেন গৌতমবাবু। ভারী বৃষ্টির জেরে ফুলবাড়ির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পলি জমায় জল সরবরাহ বিঘ্নিত হয়েছে বলে আগেই জানিয়েছিল পুরনিগম। ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে। দু-তিনদিনের মধ্য়েই সমস্যার সমাধান সম্ভব বলেই সেসময় দাবি করেছিলেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অলোক চক্রবর্তী। তবে বেশ কয়েকদিন কেটে গেলেও শহরের জল পরিষেবা স্বাভাবিক হয়নি। এই সমস্যা সমাধানের দাবিতে শনিবার পুরনিগম চত্বরে বিক্ষোভ দেখান বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআইয়ের সদস্যরা। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামার হুমকিও দেন তাঁরা। পাশাপাশি শিলিগুড়ির পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের এই পানীয়জল সমস্যার সম্মুখে নিয়ে এসেছে শিলিগুড়ি বিজেপি নেতৃত্ব। স্বাভাবিক ভাবেই পৌরনিগম পানীয়জল সমস্যার জন্য এই বিশেষ উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের মানুষ।