নিজস্ব সংবাদদাতাঃ ইংল্যান্ড দলের তারকা অল-রাউন্ডার বেন স্টোকস ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন্য বিরতি নিয়েছেন। নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রেখে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে অংশগ্রহণ করেননি স্টোকস। আইপিএলেও খেলবেন না তিনি। এবার শোনা যাচ্ছে, চলতি বছরে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপেও খেলবেন না স্টোকস। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে অফিশিয়ালি এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।