New Update
/anm-bengali/media/post_banners/O2pdtwgkpQRQLQ6VkuHD.jpg)
নিজস্ব সংবাদদাতা: দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে খাওয়া দাওয়া ছেড়ে দিন। এমনটাই নিদান দিলেন ছত্তিসগড়ের বিজেপি নেতা ব্রজমোহন আগরওয়াল। সম্প্রতি সময়ে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তাঁর এহেন মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন রাজ্যে জারি রয়েছে লকডাউনের বিধিনিষেধ। এই পরিস্থিতিতে খাদ্যবস্তুর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি এবং পেট্রল ও ডিজেলের বিদ্যুতের গতিতে বেড়ে চলা দামের জেরে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
তাঁদের উদ্দেশে এই বিজেপি নেতা বলেন, ‘মানুষজন খাওয়া দাওয়া বন্ধ করে দিন এবং সর্বোপরি পেট্রোল ডিজেলের ব্যবহার বন্ধ করে দিন। তাহলেই দেখবেন দ্রব্য মূল্যের বৃদ্ধি কমে যাবে। তবে আমার মনে হয়, শুধুমাত্র কংগ্রেসের কর্মী সমর্থকরা যদি এই কাজ করেন, তাহলে মূল্যবৃদ্ধি অনেকটাই কমে যাবে’।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us