আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মতি প্রদর্শনের কারণে শাস্তির মুখে পড়লেন কে এল রাহুল

author-image
Harmeet
New Update
আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মতি প্রদর্শনের কারণে শাস্তির মুখে পড়লেন কে এল রাহুল

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ৪৬ রানে আউট হয়ে যান ভারতের তারকা ওপেনার কে এল রাহুল। রাহুলকে প্রথমে নট আউট দিয়েছিলেন অন-ফিল্ড আম্পায়ার। এরপর ইংল্যান্ড রিভিউ নিলে দেখা যায়, রাহুলের ব্যাটের কিনারায় বল লেগেছে। তারপর সিদ্ধান্ত বদলে তাঁকে আউট ঘোষণা করা হয়। সেই সময়েই রাহুলকে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মতি প্রদর্শন করতে দেখা যায়। সেকারণে রাহুলের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানাস্বরূপ কেটে নেওয়া হবে, পাশাপাশি তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হবে।