যোধার চরিত্রে রাখি!

author-image
Harmeet
New Update
যোধার চরিত্রে রাখি!

নিজস্ব সংবাদদাতাঃ ঋত্বিক রোশান ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত 'যোধা আকবর' সিনেমায় যোধার চরিত্রে দেখা গেল রাখি সাওয়ান্তকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এই মজার ভিডিও পোস্ট করেছেন রাখি সাওয়ান্ত নিজেই। একটি অ্যাপের মাধ্যমে ঐশ্বর্যের জায়গায় নিজের মুখ বসিয়েছেন রাখি। দেখুন সেই ভিডিও।