​নিজস্ব সংবাদদাতাঃ কারিমস্কি আগ্নেয়গিরি ফুঁসতে শুরু করেছে বেশ কিছু দিন আগেই। তবে এখন শেষ হয় অগ্নুৎপাত। যার জেরে গোটা এলাকা ঢেকে গিয়েছে ছাইতে। টোকিও ভিএসসির মতে, প্রায় ১২,০০০ ফুট এলাকায় উড়ছে ছাই। সঙ্গে ৩৭০০০ মিটার এলাকা ঢেকে গেছে পুরু লাভায়।