স্থানীয়দের ওপর চলল গুলি, মারধর, রণক্ষেত্র জামুড়িয়া

author-image
Harmeet
New Update
স্থানীয়দের ওপর চলল গুলি, মারধর, রণক্ষেত্র জামুড়িয়া


হরি ঘোষ, জামুড়িয়া: দুর্ঘটনার জেরে ধুন্ধুমার জামুড়িয়ার জাদুডাঙ্গা একটি বেসরকারী কারখানার সামনে। স্থানীয়দের উপর মারধর ও গুলি চালানোর অভিযোগ কারখানা সুরক্ষা কর্মীদের। এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ কারখানা গেট এর সামনে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দা অঞ্জন সরকার জানান, 'রাস্তার ধারে লরি দাঁড়িয়ে থাকার ফলে রাস্তা অনেক সংকীর্ণ হয়ে যায়। বারবার কারখানা কর্তৃপক্ষদের জানিয়েও কোনো লাভ হয়নি।' আজ সকালে একটি লরি একটি মোটরবাইককে ধাক্কা মারলে গুরুতর আহত হন ওই মোটর বাইকে সওয়ার আরোহী। তাকে স্থানীয়রা চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এরপর এই ঘটনার প্রতিবাদ জানাতে স্থানীয়রা ওই বেসরকারি কারখানার গেটের সামনে জড়ো হলে তাদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করা হয়। পুনরায় স্থানীয়রা সংঘটিত হয়ে প্রতিবাদ জানাতে গেলে স্থানীয়দের উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ ওঠে। এরপরই আশপাশ গ্রাম থেকে প্রচুর সংখ্যক স্থানীয় বাসিন্দা জমায়েত করেন। পরিস্থিতি উত্তপ্ত থাকায় জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। তবে এখনও অবধি এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।