New Update
/anm-bengali/media/post_banners/PfgUva41IPFbF24tuLS7.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: চা-বাগান থেকে একসঙ্গে উদ্ধার তিনটি চিতাবাঘের শাবক। চা বাগানের জঙ্গল সাফ করতে গিয়ে বেরিয়ে এসেছে চিতাবাঘের এই তিনটি শাবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গার মহুয়াতলায়। বৃহস্পতিবার এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মহুয়াতলার একটি ছোট চা বাগানের জঙ্গল সাফাই করতে গিয়ে শ্রমিকরা একটি চিতাবাঘকে ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে দেখেন। শ্রমিকদের চিৎকারে চিতাবাঘটি পালিয়ে যায়। সেইসময় শ্রমিকরা দেখতে পান বাগানে তিনটি শাবকও রয়েছে। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আপালচাঁদ রেঞ্জের কর্মীরা। আপালচাঁদের রেঞ্জার কুণাল বর্মন বলেন, 'বনকর্মীরা শাবকগুলিকে পাহারা দিচ্ছেন।এই মুহুর্তে শাবক গুলো স্বাভাবিকই রয়েছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us