​নিজস্ব সংবাদদাতাঃ মিলনে সময় উপযুক্ত সুখ ভোগ করতে চাইলে মিলনের আগে কিছু খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেনে নিন সেগুলি,
১) ঝাল জাতীয় খাবার খেলে যৌন ক্ষমতা বাড়ে। এমন দাবি অনেকেই করে। ঝাল খাওয়া ভাল হতেই পারে কিন্তু যৌনতার ঠিক আগে নয়। কারণ তাতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। মোক্ষম সময়ে বায়ুদূষণ এক্কেবারেই কাম্য নয়।
২) মিলনের আগে চিজ বেশি খাওয়া উচিত নয়। এতে পেটের সমস্যা হতে পারে। আর পেট শান্ত না থাকলে শরীরও সাড়া দেবে না।
৩) যৌনতার আগে কখনও কাঁচা পিঁয়াজ বা রসুন যুক্ত খাবার খাবেন না।
৪) যৌনতার আগে নুন জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই ভাল। বিশেষজ্ঞরা দাবি করছেন, শরীরে নুনের পরিমাণ বেড়ে গেলে সহজেই ক্লান্তি চলে আসে। ফলে চরমসুখের স্তরে পৌঁছনো সম্ভব হয় না।