৮০ লক্ষ টাকার বার্মার সেগুন কাঠ উদ্ধার

author-image
New Update
৮০ লক্ষ টাকার বার্মার সেগুন কাঠ উদ্ধার

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: ৮০ লক্ষ টাকার বার্মার সেগুন কাঠ উদ্ধার করলো শিলিগুড়ির বিধাননগর থানার পুলিশ। সূত্রের পাওয়া খবর অনুযায়ী নাকা চেকিং করার সময় রাজস্থানের এক ট্রাককে আটক করে পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে এই বার্মার সেগুন কাঠ উদ্ধার করে। জানা গিয়েছে, আসাম থেকে কলকাতায়  পাচার করতেই এই কাঠগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া সেগুন কাঠ গুলোর বাজার মূল্য ৮০ লক্ষ টাকা। এরপর কাঠ সমেত ট্রাক বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।