মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর বাতিল

author-image
New Update
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর বাতিল

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর বাতিল বলে ঘোষণা করা হল। ভবানীপুর সহ রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হতেই এই সিদ্ধান্ত। শনিবার এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। জানা গিয়েছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভবানীপুর কেন্দ্রের প্রার্থী সেহেতু ভোট না মিটে যাওয়া অবধি কোনও সরকারি কর্মসূচিতে যোগ দেবেন না তিনি। সেই কারণেই আসন্ন সফর বাতিল করা হয়েছে।

রবিবার থেকে টানা চারদিনের উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা ছিল পাঁচ জেলার প্রশাসনিক বৈঠক সারার। তবে, আপাতত সেসব স্থগিত করা হল। প্রশাসন সূত্রে খবর, ভোট পরবর্তীকালে উত্তরবঙ্গ সফর সারবেন মুখ্যমন্ত্রী।