দুয়ারে সরকারের' সাথে পাল্লা দিয়ে শুরু হল ' দুয়ারে যুব তৃণমূল কংগ্রেস'

author-image
New Update
দুয়ারে সরকারের'  সাথে পাল্লা দিয়ে শুরু হল ' দুয়ারে যুব তৃণমূল কংগ্রেস'

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:'দুয়ারে সরকারের'  সাথে পাল্লা দিয়ে চলছে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে' দুয়ারে যুব তৃণমূল কংগ্রেস'। শনিবার প্রথম আলিপুরদুয়ারের জেলার ফালাকাটা ব্লকে এর শুভ সুচনা করেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে। ফালাকাটা পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের অভাব, অভিযোগ এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধার ফর্ম ফিলাপ করে দিচ্ছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। স্বাভাবিক ভাবেই যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন মহল।