​নিজস্ব সংবাদদাতাঃ নজর কাড়তে চাইলে তো একটু আলাদা সাজতে হবে। আর তার জন্য স্টাইলও হতে হবে আলাদা। এই বছর যেমন শাড়ির সঙ্গে বেল্ট বাঁধার ট্রেন্ড বেশ রমরম করে চলছে। অবাক হলেন নাকি? ভাবছেন শাড়ি পরবেন তাও আবার বেল্ট দিয়ে বেঁধে?
১) শাড়ির সঙ্গে আলাদা করে বেল্ট পরতে না চাইলে ব্লাউজের সঙ্গেই বেল্ট জুড়ে নিতে পারেন। ব্লাউজের সামনে দিকটা বোতামসহ একটু লম্বাটে হলেই সেটা বেল্টের মতো হয়ে যাবে। যখন শাড়ি পরবেন ব্লাউজের উপর দিয়ে আঁচল ফেলে দেবেন এবং বোতাম আটকে দেবেন।
২) কোন ধরনের শাড়ি পরছেন, সেটা আগে ভাল করে বুঝে নিন। শিফন শাড়ি এক রকমের হয় আবার সুতির শাড়ি আর এক রকমের। বেল্টের জন্য শাড়ি যাতে নষ্ট না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে।
৩) শাড়ি বাছা হয়ে গেলে বেল্ট বাছার পালা। বেল্ট সরু না মোটা হবে, তার উপর আপনার স্টাইলিং নির্ভর করছে। যদি খুব জংলা বা হেভি এমব্রয়ডারি করা শাড়ি হয়, তা হলে খুব সরু বেল্ট না পরাই ভাল। এতে বেল্টের সৌন্দর্য শাড়ির কাজের মধ্যে হারিয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে মোটা বেল্ট বেছে নিতে হবে। আবার একরঙা কোনও শিফনের শাড়ি হলে সরু গোল্ডেন বেল্ট পরতে পারেন।
৪) সাজগোজের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আপনার উদ্দেশ্য হল শাড়ির সঙ্গে বেল্টের মেলবন্ধনকে তুলে ধরা। তাই এমন কোনও স্টেটমেন্ট নেকপিস বা কানের দুল পরবেন না যা আপনার এই শাড়ি বেল্টের কম্বোকে ছাপিয়ে না চলে যায়। মেকআপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। উদাহরণ হিসেবে বলা যায় ‘ভারত’ ছবির প্রিমিয়ারে ক্যাটরিনা কাইফ একটি ফ্লোরাল প্রিন্টের শাড়ি পরেছিলেন বেল্ট সমেত। ক্যাটরিনা একদম নো মেকআপ লুকে ছিলেন এবং বিশেষ কোনও অ্যাকসেসরি পরেননি। ফলে সবার নজর ছিল তাঁর বেল্টের দিকে।