জলের সমস্যা নিয়ে শিলিগুড়িতে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ

author-image
New Update
জলের সমস্যা নিয়ে শিলিগুড়িতে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: জলের সমস্যা নিয়ে বালতি হাতে রাস্তায় বিক্ষোভ শিলিগুড়ির ডিওয়াইএফআইয়ের  দীর্ঘ  এক সপ্তাহ ধরে শিলিগুড়ি পুর ওয়ার্ডের এলাকাজুড়ে পানীয় জলের সমস্যা রয়েছে। স্বাভাবিক ভাবেই জলের সমস্যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ শহরবাসী। এরই প্রতিবাদে শনিবার পথে নামল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। এদিন দুপুরে শিলিগুড়ি পুরনিগম চত্বরে বালতি হাতে বিক্ষোভে শামিল হন সংগঠনের সদস্যরা। পুরনিগমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। অবিলম্বে পানীয় জলের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা। পানীয় জলের সমস্যা দ্রুত না মিটলে আন্দোলনের পথে নামবেন বলেও হুমকি দেন সংগঠনের সদস্যরা।