New Update
/anm-bengali/media/post_banners/Mt1o8rXAJhKXWcGGLjxw.jpg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: ময়না বিধানসভার বাকচা অঞ্চলের চান্দি বেনিয়া গ্রামের এক নম্বর প্রাথমিক স্কুলের পুলিশ ক্যাম্পের কাছে সংহতি ক্লাব থেকে 3 ড্রাম তাজা বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় ওই সংহতি ক্লাব কিছুদিন আগে তৃণমূলের ক্যাম্প ছিল। সেই ক্লাব থেকে তিন ড্রাম বোমা পাওয়া যায়। তৃণমূলের দুষ্কৃতীরা বাকচাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধীদের।
পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ড্রাম ভর্তি বোমাগুলি উদ্ধার করে। এবং কে বা কারা ওই ক্লাবে বোমাগুলি লুকিয়ে রেখেছে তা তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে বিজেপির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে NIA কে দিয়ে এর তদন্ত করার দাবি জানানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us