​নিজস্ব সংবাদদাতাঃ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী ও সংঘাত নিষ্পত্তি বিষয়ক বিশেষ দূত মুতলাক বিন মাজেদ আল কাহতানি শুক্রবার বলেন, দোহা আশা করছে আগামী ২৪-৪৮ ঘন্টার মধ্যে আফগানিস্তানে মানবিক সহায়তা সরবরাহের জন্য বিমান করিডোর পাওয়া যাবে। কাতারের বিশেষজ্ঞরা কাবুল বিমানবন্দরে কিছু সরঞ্জাম মেরামত করেছেন।