মন্ত্রীর বাড়ির সামনে ধর্না-বিক্ষোভ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষকদের

author-image
New Update
মন্ত্রীর বাড়ির সামনে ধর্না-বিক্ষোভ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে ধর্না-বিক্ষোভ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষকদের।

রাজ্য জুড়ে কোভিড পরিস্থিতির জন্য কার্যত লকডাউন চলছে। সেই অবস্থার জেরে টান পড়েছে  অর্থনীতিতে। আমূল পরিবর্তন হয়েছে দিন আনা দিন খাওয়া বাঙালির হেঁসেলে। আর এমনি এক পরিস্থিতির শিকার হয়েছেন সমাজের মেরুদন্ড তৈরির কারিগর শিক্ষক সমাজও।

জেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষকরা প্রয়োজনীয় ডিগ্রি ও কোর্স করা সত্ত্বেও, তাদের কর্ম সংস্থানের কথা চিন্তা করছে না সরকার। ভোট পরিস্থিতিতে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চের সামনে বহুবার এই চাকরি প্রার্থীদের দেখা গেছে পেট ও জীবিকার স্বার্থে পোস্টার হাতে নিজেদের আবেদনের কথা জানাতে। তাতেও কোনো সারা না পেয়ে এদিন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে ধর্ণায় বসেন তারা।

যদিও মন্ত্রী বাড়ি ছিলেন না। পরে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ এসো এই শিক্ষকদের হটিয়ে দেয়।