New Update
/anm-bengali/media/post_banners/FW4I1GNjbJhj7u0rotFE.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:স্বাধীনতার ৭৫তম অমৃত মহোৎসব উপলক্ষে আসামের তেজপুর থেকে শুরু হওয়া এক সাইকেল যাত্রা শুরু করেছিল এস.এস.বির জওয়ানরা।এরপর বিভিন্ন জেলা পেরিয়ে শিলিগুড়ির রানীডাঙ্গা এস.এস.বির ক্যাম্পে পৌঁছলে তাদের স্বাগত জানানো হয়।এই সাইকেল যাত্রার প্রত্যেক জওয়ানকে বিশ্রামাগারে নিয়ে বিশ্রাম করিয়ে পানীয়জল, সরবত দেওয়া হয়। সূত্রের পাওয়া খবর অনুযায়ী ১ লা অক্টোবর দিল্লীতে পৌঁছবে তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us