পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু

author-image
New Update
পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো বছর ৪০এর এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শিকারপুর গ্রামপঞ্চায়েতের হাটখোলা লাইনে।মৃত ব্যাক্তির নাম বাবলু লোহার। জানা গিয়েছে রাজগঞ্জের শিকারপুর লাইনের এক পুকুরে স্নান করতে যান তিনি। এরপর তলিয়ে যান সেই ব্যাক্তি। খবর দেওয়া হয় রাজগঞ্জের ডিজাস্টার ম্যানেজমেন্টের রেসকিউ  দলকে।এরপর দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর উদ্ধার করা হয় এই মৃত ব্যক্তির দেহ। এরপর পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।