New Update
/anm-bengali/media/post_banners/PDVi3TBIQygmJyD1CzuF.jpg)
সুদীপ ব্যানার্জী,শিলিগুড়ি: টানা বৃষ্টিতে জমা জলে 'দুয়ারে সরকার'-এএসে নাজেহাল শিলিগুড়ির কাওয়াখালির বাসিন্দারা। শিলিগুড়ির কাওয়াখালির প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসন থেকে করা হয় 'দুয়ারে সরকার' শিবির। এই শিবিরে প্রচুর মহিলা লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিলাপ করতে আসেন। এছাড়াও স্বাস্থ্য সাথীর কার্ড সহ রেশন কার্ডের সমস্যার সমাধানে এসে বিপাকে পড়েন তারা। এরপর খবর দেওয়া হয় মাটিগাড়ার দমকল বিভাগকে। রীতিমতো পাম্প মেশিন লাগিয়ে জল সরানো হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us