প্রবল বৃষ্টির জের, ফের কালিম্পিং-এ নামল ধস

author-image
Harmeet
New Update
প্রবল বৃষ্টির জের, ফের কালিম্পিং-এ নামল ধস


সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ প্রবল বৃষ্টিতে ফের কালিম্পং জেলার ২৯ মাইলে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামলো । যার জেরে ওই পথে যান চলাচল ব্যাহত শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংয়ের যান চলাচল। এদিন সকাল থেকেই ধস সরানোর কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, ধস সম্পূর্ণ সরিয়ে রাস্তা স্বাভাবিক করতে বেশ কয়েকদিন সময় লাগবে। ধসের ফলে রাস্তার দু'ধারে যানজটের সৃষ্টি হয়। ধস সরানোর কাজে নেমেছে কালিম্পং জেলা প্রশাসন। প্রাথমিকভাবে কিছুটা ধস সরিয়ে একমুখি যান চলাচল শুরু করছে প্রশাসন। ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ।