/anm-bengali/media/post_banners/evY56Z7uq2a0f55pDHG6.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: দুয়ারে সরকারের ফর্ম হাতে দুয়ারে বিডিও। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় ৫ ই মার্চ পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল জিতেন পূজারী ও কার্তিক নায়েক।পরিবারের দুই কর্তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে দিন আনা দিন খাওয়া মৃত জিতেন ও কার্তিকের পরিবারের সদস্যরা। কর্তারা মারা যাওয়ার পর থেকেই চরম সঙ্কটে দিন কাটছিল দুই পরিবারের সদস্যদের, মুখ ফিরিয়েছিল আত্মীয় পরিজনেরা।তাই রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছিল তারা।তার কারণ সরকারি পরিষেবা নিতে যাওয়ার মত সামর্থ্যটুকুও নেই তাদের।বৃহস্পতিবার দুপুর নাগাদ এই খবর গিয়ে পৌঁছায় চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষের কাছে,বিলম্ব না করে বৃহস্পতিবার বিকেল নাগাদ চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ ও যুগ্ম বিডিও অভিজিৎ পাড়িয়া চুপিসারে পৌঁছে যায় মৃত জীতেনের স্ত্রী বাসন্তী ও মৃত কার্তিকের স্ত্রী বাবলির কাছে। সাথে করে নিয়ে যায় রাজ্য সরকারের সুবিধা পাওয়ার জন্য সমস্ত কিছু কাগজপত্র। তারা দ্রুত তাদের বাড়িতে পৌঁছে গিয়ে পরিবারের সাথে কথা বলেন এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে জেরক্স করে নিজেরা বাড়িতে বসে দুয়ারের সরকারের প্রকল্পের স্বাস্থ্যসাথী কার্ড-এর পরিষেবা, লক্ষীর ভান্ডার-এর পরিষেবা সমস্ত কিছু প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ফর্ম ফিলাপ করে আবেদন গ্রহণ করেন আধিকারিকরা। এমনকি তারা নতুন পোশাক সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও তুলে দেন ওই পরিবারের হাতে। বিডিও বলেন, তারা সব সময় ওই পরিবারের পাশে থাকবেন, এমনকি ফোন নম্বরও দেওয়া হয়েছে যোগাযোগের জন্য। আর বিডিওর এই ধরনের আশা ও সরকারি সুযোগ-সুবিধা পেয়ে বাবলি ও বাসন্তী জানায়,তারা জানতোই না যে দুয়ারের সরকার হচ্ছে। তার কারণ তাদের কেউ জানায়নি, এমনকি কোনও রাজনৈতিক দলের নেতৃত্বও তাদের এই পরিষেবার কথা বলেনি বা খোঁজ নেয়নি। বিডিও হঠাৎ করে তাদের বাড়িতে যাওয়ায় এই ধরনের সমস্ত কিছু সরকারি সুবিধা পাবার আশায় বুক বেঁধেছে অসহায় ওই দুই পরিবার। এবিষয়ে বিডিও অমিত ঘোষ বলেন, জানতে পারি আমার ব্লকে দুটি পরিবার আছে চরম সমস্যায়। তারা সরকারি সুবিধে থেকে বঞ্চিত ছিল।তাই সমস্ত সরকারি নিয়ম নেমে তাদের পরিষেবা দিতে আমাদের তাদের বাড়িতে যাওয়া,এটাই আমার কাজ।আগামী দিনে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তার দিকে আরও নজর দেওয়া হবে একটাই প্রশ্ন কেন এলাকার জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতারা তাদের খবর রাখেনি বা সরকারি সুবিধা সম্পর্কে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি।বিডিও ও জয়েন্ট বিডিওর এহেন উদ্যোগের প্রশংসায় চন্দ্রকোনাবাসী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us