New Update
/anm-bengali/media/post_banners/acNYUpY6ng07ugkssNoY.jpg)
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই জগদ্দল থেকে এক অভিযুক্ত রতন হালদারকে গ্রেফতার করল। অভিযোগ ছিল, ভোটের ফল ঘোষণার পর জগদ্দলের বাসিন্দা শোভারানি মণ্ডলের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শোভারানির ছেলে বিজেপি কর্মী হওয়ায় তার ওপর হামলা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন শোভারানি। পরে তাঁর মৃত্যু হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us