/anm-bengali/media/post_banners/VfIwcWmJhT19yvy7iVn4.jpg)
সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: যুবককে পিটিয়ে মারার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুর এলাকা। স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে ওই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠে। আহত অবস্থায় তাঁকে প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাতেই তাঁর মৃত্যু হয়। এদিন মৃত যুবকের পরিবারের তরফে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের এক মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে ওই যুবক বেশ কিছুদিন ধরে বাড়ির বাইরে ছিলেন। মৃত যুবকের পরিবারের অভিযোগ, বুধবার ইসলামপুর আদালতে হাজিরা দিয়ে বেরোনোর পর অভিযুক্তরা তাঁকে পুরোনো আক্রোশের জেরে অপহরণ করে এলাকায় এনে মারধর করে। চোপড়া থানার আইসি মকসেদুর রহমান জানান, ওই যুবকের পরিবারের তরফে ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us