/anm-bengali/media/post_banners/DjiVkCyTWLazdNMyurf0.jpg)
নিউজডেস্কঃ কোভিড কালে উয়েফা নিয়ে আসলো নতুন কিছু নিয়ম । যদি কোনো দলের বেশ কিছু খেলোয়াড় কোভিড টেস্টের কারণে পজিটিভ ধরা পড়ায় জাতীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সিদ্ধান্তের পরে কোয়ারেন্টাইনে থাকে তবে সেই দল ন্যুনতম একটি গোলরক্ষক সহ ১৩ টি খেলোয়াড় নিয়ে নির্দিষ্ট সময়-সূচি অনুযায়ী খেলাটি এগিয়ে নিয়ে যেতে পারবে । এর পরেও যদি কোনো দল এই ন্যুনতম খেলোয়াড় নিয়ে নির্দিষ্ট সময়-সূচি অনুযায়ী খেলাটি অগ্রসর করতে না পারে , তবে সেই দল উয়েফা কার্যনির্বাহী কমিটির নিয়ম হিসাবে আরও ৪৮ ঘণ্টা সময় পাবে খেলাটি পুনরায় প্রতিস্থাপন করার জন্য । কিন্তু তারপরেও যদি ম্যাচটি পুনরায় নির্ধারণ করা না যায় তবে উয়েফা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে এবং ম্যাচটি না হওয়ার জন্য দায়ী দলটিকে ৩-০ গোলে হেরেছে বলে বিবেচিত করা হবে ।
আরও খবরঃ http://anmnews.in/?p=218621
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us