বালি পাচার চক্র সক্রিয় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে

author-image
New Update
বালি পাচার চক্র সক্রিয় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  বালি পাচার চক্র সক্রিয় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। করোতোয়া নদী থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে দুটি গাড়ি সহ একজনকে গ্রেপ্তার করল আমবাড়ি ফাঁড়ির পুলিশ। ধৃত যুবকের নাম অমিত রায়। তার বাড়ি রাজগঞ্জের গধেয়াগছ এলাকায়। বৃহস্পতিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গধেয়াগছ এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছে। অভিযোগ, রাজগঞ্জ ব্লকের প্রায় সব জায়গায় বালি ও মাটি মাফিয়ারা সক্রিয় রয়েছে। অপরিকল্পিতভাবে বালি ও মাটি উত্তোলনের ফলে শুধু ভূমি ও পরিবেশের ক্ষতি নয়, রাজস্ব ফাঁকি দেওয়াও হচ্ছে। পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে অভিযান চালানো হলেও রাজগঞ্জ ব্লকের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি পাচার অব্যাহত রয়েছে। পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একাংশের যোগসাজশে ওই কারবার চলছে বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাজগঞ্জ থানার পুলিশ চাওয়াই নদী থেকে বালি পাচারের অভিযোগে দুটি লরি সহ ২ জনকে গ্রেপ্তার করে।