আবর্জনায় ঢাকছে আলিপুরদুয়ার

author-image
Harmeet
New Update
আবর্জনায় ঢাকছে আলিপুরদুয়ার

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারের বীরপাড়াতে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু হলেও বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে আবর্জনায় ঢাকছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বাজার সহ বসতি এলাকাগুলি। বীরপাড়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের অনুমতি পেলেই ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ ফের শুরু করা হবে। বীরপাড়ার দিনবাজার, নয়া বাসস্ট্যান্ড, রবীন্দ্রনগর, দেবীগড়, শরৎ চ্যাটার্জি কলোনি, সারদাপল্লী, কলেজপাড়া, সুভাষপল্লী, শান্তিনগর কলোনি, ক্ষুদিরামপল্লী, নতুন বাসস্ট্যান্ড সহ প্রত্যেকটি এলাকায় আবর্জনা স্তূপ অন্যতম সমস্যা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বাড়িঘরের আশেপাশে এবং নিকাশি নালায় জমছে আবর্জনার স্তূপ। রাতের আঁধারে ক্যারিব্যাগে আবর্জনা ভরে একে অপরের বাড়ির সামনে ফেলে যাচ্ছেন বলে অভিযোগ অনেকেরই। কাউকে ব্যক্তিগত উদ্যোগে আবর্জনা ফেলার কাজ করতেও দেখা যায় মাঝে মাঝে। তবে বীরপাড়ার আবর্জনা গ্রাম পঞ্চায়েতের নিয়োজিত কর্মীরাই দূরে নিয়ে ফেলেন বলে দাবি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের। বীরপাড়ার আবর্জনা ফেলা হয় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের দু’পাশে এমনকি বিরবিটি নদীর বুকেও। ফলে বীরপাড়ার দূষিত আবর্জনা ছড়িয়ে পড়ছে চারিদিকে।