টিকাকরণ হলেও জরুরি ডবল মাস্কিং, কেন জানেন?

author-image
Harmeet
New Update
টিকাকরণ হলেও জরুরি ডবল মাস্কিং, কেন জানেন?

​নিজস্ব সংবাদদাতাঃ ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমণের প্রবণতা রোধ করার জন্য বিশেষজ্ঞরা এই ডাবল মাস্কিম ব্যবহারের উপর বিশেষ জোড় দিচ্ছেন। ভ্যাকসিন গ্রহণ করলেও বাড়ির বাইরে যখনই বের হবেন, তখনই ডাবল মাস্কিং ব্যবহার করা উচিত। এই পদ্ধতিতে মাস্ক পরলে সংক্রমণকে প্রতিরোধ করা আরও সহজ হবে।