আফগানিস্তান: পাঞ্জশিরে যুদ্ধ বন্ধে পরস্পরবিরোধী পক্ষকে জাতিসংঘের আহ্বান

author-image
Harmeet
New Update
আফগানিস্তান: পাঞ্জশিরে যুদ্ধ বন্ধে পরস্পরবিরোধী পক্ষকে জাতিসংঘের আহ্বান

​নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের জন্য জাতিসংঘের একজন মানবিক সমন্বয়কারী আফগান অঞ্চল পাঞ্জশিরে পরস্পর বিরোধী সকল পক্ষকে শত্রুতা বন্ধ করতে এবং মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

আফগানিস্তানের জন্য জাতিসংঘের মানবিক সমন্বয়কারী রামিজ আলাকাবারভ বলেন, "জাতিসংঘের অবস্থান হচ্ছে লড়াই চলতে পারে না। "আমরা সংঘাতের সকল পক্ষকে মানবিক আইন মেনে চলার এবং মানবিক কর্মীদের সাহায্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।"