ভারতের ধর্মীয় স্থানগুলিতে হামলা চালাতে পারে IS খোরাসান?

author-image
Harmeet
New Update
ভারতের ধর্মীয় স্থানগুলিতে হামলা চালাতে পারে IS খোরাসান?

নিজস্ব সংবাদদাতাঃ এবার ভারতে হামলা চালাতে পারে IS খোরাসান? চরম সতর্কতা জারি করেছেন গোয়েন্দারা। গোয়েন্দারা গোপন সূত্র মারফত জানতে পেরেছে আফগানিস্তান অ পাকিস্তানে সক্রিয় আইএস (খোরাসান)। ভারতে ধর্মীয় স্থানগুলিকে টার্গেট করতে পারে আইএস। শুধু তাই নয়, তাঁদের নিশানা হতে পারেন দক্ষিণপন্থী নেতারা। জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর ছক করছে তাঁরা।