/anm-bengali/media/post_banners/my5Toh4JpCfo8G24POuR.jpg)
নিউজডেস্কঃ সারা বিশ্বে চলছে করোনার এক ভয়াবহ প্রভাব । যার ফলে অন্যান্য জগতের মতো খেলার জগতেও এসেছে নানা পরিবর্তন । এবার সেই নতুন নিয়মের পথই অনুসরণ করতে চলেছে উয়েফা ইউরো ২০২০ টুর্নামেন্টও । ২০২১ সালের ৩১ শে মার্চ উয়েফা কার্যনির্বাহী কমিটি টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে প্রত্যেক দলের সর্বোচ্চ পাঁচটি বিকল্প ব্যবহারের অনুমোদন জারি করেছে । যে নিয়ম হিসাবে প্রতি দল মাত্র তিন বার সুযোগ পাবে এই পাঁচটি পরিবর্তনের জন্য । যদিও খেলার হাফ টাইম , খেলার মূল সময় ও অতিরিক্ত সময়ের মধ্যবর্তী সময় এবং অতিরিক্ত সময়ের হাফ টাইম এই আওতার বাইরে থাকবে । যদি কোনো খেলা অতিরিক্ত সময় অবধি গড়ায় , তাহলে ওই সময় দল চাইলে তাদের চতুর্থ সুযোগটি নিতে পারবে । করোনা কালে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের এই নতুন নিয়ম কিছুটা হলেও খেলোয়াড়দের উপর বিশেষ প্রভাব ফেলতে চলেছে ।
আরও খবরঃ http://anmnews.in/?p=218558 / http://anmnews.in/?p=218556
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us