New Update
/anm-bengali/media/post_banners/h6yY0U0HCMnwEkoXemqc.jpg)
নিজস্ব প্রতিনিধি, দীঘা:দীর্ঘদিন পর দীঘা পর্যটন শহরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অতিথি নিবাস ও প্রশিক্ষন কেন্দ্র স্থাপন হল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি অতিথি শালার শুভ উদ্বোধন হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর নিয়ন্ত্রণের মাধ্যমে ভার্চুয়াল স্রোতস্বিনী অতিথি নিবাসের দ্বারোদঘাটন করেন। উদ্বোধনের সময় অতিথি নিবাসের সভাকক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, জেলা শাসক পূর্ণেন্দু মাজি, কাথি মহকুমা শাসক আদিত্য মোহন বিক্রম হিরানী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীন মানব সিংহ, দীঘা-শংকর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক মানস মণ্ডল, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দীঘা ডিপোর সভাপতি তরুণ জানা, রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র প্রমুখ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us