কেন উয়েফা ইউরো একটি দেশেই নয় ?

author-image
Harmeet
New Update
কেন উয়েফা ইউরো একটি দেশেই নয় ?



নিউজডেস্কঃ ২০১২ সাল পর্যন্ত উয়েফা ইউরো যেকোনো একটি দেশেই অনুষ্ঠিত হতো । কিন্তু ২০১২ সালের ইউরো ফাইনালের আগে তৎকালীন উয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আয়োজনের বিষয়ে যে কোনও একটি দেশের পরিবর্তে মহাদেশ জুড়ে ১২ বা ১৩ টি শহরে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব দেন । উল্লেখ্য সেই সময়ে, উয়েফা ইউরো অনূর্ধ্ব - ১৭ এই পদ্ধতিতেই অনুষ্ঠিত হয়েছিল , যেখানে সাতটি দলের প্রত্যেকেই আলাদা আলাদা দেশে হোস্ট করার সুযোগ পেয়েছিলো । এরপরেই ২০১২ সালের ৬ ডিসেম্বর ঘোষণা হয়েছিল যে এই টুর্নামেন্টের ৬০ তম জন্মদিন উপলক্ষে এটি ইউরোপের একাধিক শহরে অনুষ্ঠিত হবে। মূলত ১৩ টি জায়গায় খেলা হওয়ার কথা থাকলেও পরে দুটি হোস্টকে অপসারণ করা হয়েছিল । তাঁর মধ্যে একটি হলো ব্রাসেলস , স্টেডিয়াম তৈরিতে বিলম্ব হওয়ায় এবং অন্যটি হল ডাবলিন, দর্শকদের উপস্থিতির কোনও নিশ্চয়তা না থাকায় ।



 

আরও খবরঃ http://anmnews.in/?p=218558 / http://anmnews.in/?p=218556
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm