/anm-bengali/media/post_banners/lDxkO0AkBj62s5e1w9Rw.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ প্রায় ৫০ বছর ধরে আর্বজনা জমছে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায়। শহরের সমস্ত নোংরা, আবর্জনা জমা হত এখানে। যার ফলে পাশে থাকা জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের সময় দুর্গন্ধে টেকা দায়। অবশেষে কলকাতা মেট্রপলিটন ডেভেলপম্যান্ট অথরিটির পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে সেই পরিচ্ছন্নকরনের কাজ শুরু হয়েছে ৷ আগামী ৭ মাসের মধ্যে মেদিনীপুর শহরের ৫০ বছরের আবর্জনা পরিষ্কার সম্পন্ন হবে বলে দাবি মেদিনীপুর পৌরসভার। যেখানে দেড় লক্ষ মেট্রিকটন আবর্জনা জমে পাশপাশি এলাকা দুষিত করে দিয়েছিল। পৌর এলাকার ২৫ টি ওয়ার্ডের আবর্জনা গত পঞ্চাশ বছর ধরে ফেলা হচ্ছে মেদিনীপুর শহরের পাশে ধর্মা এলাকাতে জাতীয় সড়কের পাশে প্রায় সাড়ে এগারো একর জমির ওপরে। দীর্ঘদিন ধরে সেই আবর্জনা জমে পাহাড়ের আকার হয়ে গিয়েছিল। যার জেরে পাশাপাশি অনেক জমির মালিক তাদের জমি ব্যবহার করতে যেমন পারছিলেন না, তেমনই অনেকে বাড়ি নির্মান করেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছিলেন না। বিষয়টি নিয়ে আইনি বিভাগেও গিয়েছেন অনেকে। মেদিনীপুর পৌরসভার আধিকারিক কৌশিক রানা বলেন, কলকাতা মেট্রপলিটন ডেভেলপম্যান্ট অথরিটির মাধ্যমে একটি সংস্থাকে দিয়ে কাজ শুরু করেছে কেএমডিএ। বিদেশী মেসিনের সাহায্যে আবর্জনাকে বিভিন্ন রকমের মান অনুযায়ী ভাগ করে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন স্থানে। সেখান থেকে প্লাস্টিক জাতীয় সামগ্রী বিভিন্ন কোম্পানীকে দেওয়া হচ্ছে ৷ জৈব সার ছাড়াও বিশেষ মাটিও আলাদা করার সরবরাহ চলছে ৷ আগামী ৬ মাসের মধ্যে পুরো মাঠ খালি করে বাড়তি মাঠে সেখানে বিশেষ একটি উদ্যান তৈরি করা হবে। প্রায় ৫০ বছর ধরে জমা থাকা আবর্জনা মুক্ত হওয়ার খবরে স্বস্তি শহরবাসীর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us