সঙ্গিকে দিন এই ভিন্ন ধরণের চুম্বন উপহার

author-image
Harmeet
New Update
সঙ্গিকে দিন এই ভিন্ন ধরণের চুম্বন উপহার

নিজস্ব সংবাদদাতাঃ আপনার পার্টনারের সঙ্গে কিছু আলাদা করতে চান? তাহলে আপনার পার্টনারের সঙ্গে আইস কিস করুন।  এক্ষেত্রে আপনাকে এক টুকরো বরফের কিউব আপনার মুখে নিতে হবে। এবং আপনাকে ততক্ষণ কিস করে যেতে হবে যতক্ষণ না সম্পূর্ণ বরফ গলে যাচ্ছে। এইভাবে এক গভীর চুম্বন উপহার দিন আপনার পার্টনারকে।