নিজস্ব সংবাদদাতাঃ সম্পর্কের বিভিন্ন ধাপের সূত্রপাত হয় প্রথম ডেটের মধ্যে দিয়ে। তাই প্রথম ডেটেই পার্টনারের মন জয় করাটা খুবই জরুরি। সেক্ষেত্রে চুম্বন খুবই গুরুত্বপূর্ণ। ডেটের শুরুতেই পার্টনারের গালে আলতো করে চুম্বন করুন। তারপর পার্টনারের প্রশংসা করুন। ডেট চলাকালীন ফ্রেঞ্চ কিস করুন। দেখবেন প্রেম জমে ক্ষির হতে বেশিক্ষণ লাগবেনা।