জীবনে আসুক নতুন মোড়

author-image
Harmeet
New Update
জীবনে আসুক নতুন মোড়

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ দাম্পত্য জীবনে একঘেয়ামি চলে এসেছে? কয়েকদিনের জন্য হলেও  সংসারের প্রত্যেক দিনের রুটিং থেকে মুক্তি পেতে চাইছেন? তাহলে পার্টনারকে দিননা সারপ্রাইজ। নতুন করে ঘুরে আসুন হানিমুন থেকে। আরেকবার ফিরে যান জীবেনের প্রথম সেই দিন গুলিতে। দেখবেন নতুন করে সংসারের প্রত্যেক দিনের রুটিং ভাল লাগতে শুরু করেছে।