মুখ্যমন্ত্রীকে শাড়ি পড়া হিটলার বলে সম্বোধন করলেন নিশীথ প্রামানিক

author-image
Harmeet
New Update
মুখ্যমন্ত্রীকে শাড়ি পড়া হিটলার বলে সম্বোধন করলেন নিশীথ প্রামানিক



দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি পড়া  হিটলার বলে সম্বোধন করলেন কোচবিহার জেলার সাংসদ নিশীথ প্রামানিক। গতকাল শীতলকুচি পরির্দশনে গিয়েছিলেন বিজেপি রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু, কোচবিহার জেলার বিধায়ক এবং বিজেপি জেলা নেতৃত্ব। সেখানে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন   তারা। সায়ন্তন বসু জানান, 'পুলিশ প্রশাসন ছিল নিশ্চুপ। একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে বাড়িঘর। নির্যাতন করা হচ্ছে বাড়ির মহিলাদের। তৃণমূল জেলা নেতৃত্বের মদতে করা হচ্ছে এই কাজ।' 

তিনি আরও জানান, '১৫ দিন সময় দিলাম তাতে যদি তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষকে ঘরে না ফেরান তাহলে আমরা এসপি ও ডিএম অফিসে ধর্না বিক্ষোভে সামিল হবো।'