নিজস্ব সংবাদদাতাঃ হয়ে উঠুন চরম প্রেমী। নিজের কাছের মানুষকে ভালোবাসায় ভড়িয়ে দিন। তারজন্য অবশ্যই আপনাকে কয়েকটি টিপস মেনে চলতে হবে। বাইরে থেকে এসে প্রথমেই আপনার কাছের মানুষটিকে আলিঙ্গন করুন। আলতো করে চুমু খান। বাইরে যাওয়ার সময়েও একই কাজ করুন। সব সময় কাছের মানুষটির প্রশংসা করুন। তাকে বোঝান আপনার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ।