বীরপাড়ার যানজটে নাজেহাল স্থানীয় বাসিন্দারা

author-image
Harmeet
New Update
বীরপাড়ার যানজটে নাজেহাল স্থানীয় বাসিন্দারা

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:  আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত লেভেল ক্রসিংয়ের যানজটে নাজেহাল হচ্ছে এলাকার কয়েক হাজার মানুষ। সমস্যায় ভুগতে হতে হচ্ছে ভুটানের নাগরিকদেরও। ওভারব্রিজ না থাকার দরুন প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। ওভারব্রিজ না মেলায় তৃণমূলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় সরকারকেই দোষারোপ করেছেন।পাশাপাশি মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এবং বিশেষ করে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকেই দায়ী করেছে।তবে বিজেপির বাকি নেতাদের মতোই এ ব্যাপারে অসহযোগিতার অভিযোগ তুলে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে দায় সারছেন জন বারলা ও মনোজ টিগ্গা।বীরপাড়ার এমন একটি জ্বলন্ত সমস্যা নিয়ে দুই দলের নেতা ও জনপ্রতিনিধিদের চাপানউতোরে বিরক্ত বীরপাড়ার বাসিন্দারা ।স্থানীয়দের অভিযোগ, বীরপাড়ার অন্যতম প্রধান সমস্যা লেভেল ক্রসিংয়ের যানজট।অথচ সমস্যা সমাধানের উদ্যোগ নেই। বরং একে অপরের ওপর দায় চাপাচ্ছেন নেতা ও জনপ্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, চাপানউতোর নয়, তাঁরা চান সমস্যার সমাধান। প্রসঙ্গত, ওই লেভেল ক্রসিংয়ের গেট খোলার পরও যান চলাচল স্বাভাবিক হতে দীর্ঘক্ষণ সময় লাগে। যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকার চেয়ে এখন অনেক পথচারী ও সাইকেল আরোহী ঝুঁকি নিয়েই লেভেল ক্রসিং পার হন। লেভেল ক্রসিংয়ের একদিকে একাধিক স্কুল, কলেজ, বীরপাড়া থানা ও হাসপাতাল অবস্থিত। যানজটে প্রতিদিনই আটকে পড়ে অ্যাম্বুল্যান্সও। দীর্ঘক্ষণ লেভেল ক্রসিংয়ে আটকে থেকে এর আগে অ্যাম্বুল্যান্সেই রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।এদিকে বীরপাড়ার একাংশ তৃণমূল কংগ্রেসের কর্মীদের মতে 'ইচ্ছে করেই সমস্যা জিইয়ে রেখে বছরের পর বছর ভোটের আগে ইস্যু করে ফায়দা লুটছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার। মন্ত্রী হওয়ার পর জন বারলাও এটাই করে যাচ্ছেন। তবে মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার বলেন , "এ ধরনের কাজে ওভারব্রিজ এবং অ্যাপ্রোচ রোড তৈরির কাজের টাকার অংক নির্দিষ্ট অনুপাতে ভাগ করে নেয় কেন্দ্রীয় রেলমন্ত্রক ও রাজ্য সরকার। অ্যাপ্রোচ রোড তৈরি করতে গেলে জমি দখলমুক্ত করার দায়িত্ব নিতে হবে পূর্ত দপ্তরকে। অবৈধ দখলদারদের হঠানোর কাজ করতে হবে রাজ্য সরকারকেই।"